বিপ্লবীদের রাজনৈতিক দল এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সংস্থাটির সেক্রেটারি জেনারেল ড. কবির এম আশরাফ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নোটিসে বলা হয়, মুনতাসির মাহমুদের নিয়োগপত্রের ধারা নম্বর ৭ ও ৮-এর পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিদ্ধান্ত নিয়েছে যে, তার চুক্তিভিত্তিক চাকরি বাতিল করা হলো। রবিবার দুপুর থেকে কার্যকর হবে। রেড ক্রিসেন্ট সোসাইটির একজন কর্মকর্তা জানান, বেশ কয়েক দিন ধরে মুনতাসির মাহমুদ মব তৈরির চেষ্টা করছেন।
কারণ, তিনি চান তার চাহিদা ও পছন্দ অনুযায়ী লোকজন রেড ক্রিসেন্টে নিয়োগ পান। সামগ্রিক দিক বিবেচনা করেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতকাল রাতে তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তা জানতে চেয়ে শোকজ নোটিসও দেওয়া হয়েছে। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে বলেছে এনসিপি।