ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, ‘জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় অরাজক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’ গতকাল ডেমরা থানার ৭০ নম্বর ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এ সময় নবীউল্লাহ নবী দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান।
নবীউল্লাহ নবী বলেন, ‘যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে, তাদের বিষয়ে সরকারকে সতর্ক হতে হবে। কেউ কেউ বিচ্ছিন্ন কথা বলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। যারা বিভাজন সৃষ্টি করে গণতন্ত্র বাধাগ্রস্ত করতে চায়, তারা বোকার স্বর্গে বাস করছে।’
তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বিএনপি। ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। স্থিতিশীল বাংলাদেশ গড়তে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বিকল্প নেই।’