বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারত যেহেতু বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে অনুপ চেটিয়াকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের আওতায় আনতে পেরেছে সেহেতু শেখ হাসিনাকেও এ বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, রায় কার্যকর করতে হবে। দুলু বলেন, শাসনের নামে শোষণ কেউ পছন্দ করেন না। গতকাল বিকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া জিরো পয়েন্টে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। দুলু বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল করে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের অভিযোগে যে বিচার করেছিল তাতে অসংখ্য অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ থাকলে বর্তমানে ট্রাইব্যুনালে সে ধরনের অভিযোগ নাই।