করোনাভাইরাসের প্রকোপে আসন্ন ইউরো কাপ আয়োজনেও সমস্যা হতে পারে। এমনই আশঙ্কা উয়েফার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ফুটবল সংস্থায়।
এ বারের ইউরো কাপের অভিনবত্ব হল, ইউরোপের ১২টি দেশের ১২টি শহরে ২৪ দেশকে নিয়ে হবে প্রতিযোগিতা। কিন্তু এই মুহূর্তে ইউরোপে যে ভাবে ছড়াচ্ছে করোনা সংক্রমণ, তাতেই চিন্তিত ইউরো কাপের আয়োজক উয়েফা কর্তারা।
তারা জানিয়েছেন, প্রতিযোগিতার স্টেডিয়াম, যোগাযোগ ব্যবস্থা তৈরি। টিকিটের চাহিদাও প্রবল। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সংশয় নেই। কেবল সমস্যা ইউরোপ জুড়ে করোনাভাইরাসের সংক্রমণ। আর তাতেই আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে।
গত সপ্তাহেই ইতালির সেরি আ'র একাধিক ম্যাচ বাতিল হয়েছে। ইউরোপে এই মুহূর্তে করোনাভাইরাসের সংক্রমণে সবচেয়ে বেশি আক্রান্ত ইতালি। সংক্রমণ বেশি উত্তর ইতালিতে। ইতালির প্রতিবেশী দেশ সুইজারল্যান্ডেও আক্রান্তের খবর পাওয়া গেছে।
ফলে ইউরো কাপের সময়ে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্ক রয়েই যাচ্ছে। যা আরও বেড়েছে এ প্রসঙ্গে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনোর সাম্প্রতিক মন্তব্যে। দিন কয়েক আগেই তিনি বলেছেন, ‘‘যে কোনও মানুষের শরীর-স্বাস্থ্যের গুরুত্ব একটা ফুটবল প্রতিযোগিতা বা ম্যাচের চেয়ে অনেক বেশি।’’
তবে পাশাপাশি তিনি এটাও বলে দিয়েছেন, ‘‘অহেতুক আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’’ পাশাপাশি ওয়েলস ফুটবল সংস্থার মুখ্য কর্মকর্তা জোনাথন ফোর্ডও ব্রিটেনের সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘সবার আগে দরকার সুস্থ শরীর। তার পরে প্রতিযোগিতা ও খেলা।’’
ইউরো কাপের সময়ে ওয়েলসকে খেলতে হবে ইতালিতে গিয়ে। সোমবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে উয়েফার কর্মসমিতির বৈঠক ছিল। সেখানে প্রবল আলোচনা হয় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে। তবে সেই বৈঠকে এ ব্যাপারে কী সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি উয়েফা কর্তারা।
সংবাদ সংস্থাকে তারা বলেন, ‘‘করোনাভাইরাস ও তার সংক্রমণ নিয়ে প্রতিটি দেশের ফুটবল সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ইউরোপে এই ভাইরাসের প্রকোপে তৈরি হওয়া গুরুতর পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে উয়েফা। তবে এই মুহূর্তে প্রতিযোগিতা বাতিল করার মতো কিছু ঘটেনি।’’
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ