মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। আজ রবিবার পর্যন্ত এই ভাইরাস ৩ হাজার ৫৯৫ মানুষের প্রাণহানি ঘটিয়েছে। এর মধ্যে চীনের বাইরে মারা গেছে ৪৯৮ জন। শুধু চীনেই মারা গেছে তিন হাজার ৯৭ জন যার বেশিরভাই হুবেই প্রদেশের বাসিন্দা। গত ডিসেম্বরে হুবেই প্রদেশের উহান শহর থেকেই ছড়ায় করোনাভাইরাস।
এদিকে, ভারতের কেরলা রাজ্যে একই পরিবারের ৫ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়ালো।
এ ব্যাপারে এনডিটিভি'র প্রতিবেদনে বলা হয়েছে, ওই পরিবারের ৩ সদস্য সম্প্রতি ইতালি থেকে এসেছিল, রাজ্য স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা বলেন ঐ পরিবার বিমানবন্দরে তাদের ভ্রমণ সম্পর্কে তথ্য জানায়নি। এছাড়া স্ক্রিনিংও হয়নি।
তিনি আরো বলেন, ওরা প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি হতেও চাননি। আমরা তাদের রাজি করাই।
রাজ্য স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা বলেন, শিশুসহ ও তার অভিভাবকরা ইতালিতে গিয়েছিলেন। ফেরার পর তারা কয়েকজন আত্মীয়ের সঙ্গে দেখা করেছেন। সেই আত্মীয়রা করোনা-আক্রান্তের লক্ষণ নিয়ে হাসপাতালে যান। তাদের আলাদা করে রাখা হয়। পরবর্তীতে ইতালি-ফেরত ওই পরিবারকেও হাসপাতালে আলাদা রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ