বাংলাদেশে আজ তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন নারী ও দু’জন পুরুষ। খবরটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমজুড়ে অনেকেই আতঙ্ক প্রকাশ করছেন। এনিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।
বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, হ্যাঁ, করোনায় আক্রান্তের খবরটি সঠিক। যতদূর জানতে পেরেছি আক্রান্ত তিনজন সুস্থ আছেন। তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখনই করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আক্রান্ত হলেই যে মৃত্যু হবে এমন নয়। আক্রান্তদের অধিকাংশই চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন, এ নিয়ে ভয়ের কিছু নেই। তাই আমাদের সচেনতা বাড়াতে হবে। সবার প্রতি অনুরোধ আতঙ্কিত না হয়ে সচেতন হোন।
তিনি আরও বলেন, এই রোগের সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে সতর্ক থাকা। সতর্কতা বিষয়ে যেসব নির্দেশনা দেওয়া হচ্ছে সেগুলো সাধ্যমত মেনে চলার চেষ্টা করুন। করমর্দন থেকে বিরত থাকবেন। নিয়মিত ভালোভাবে হাত ধুতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খাবেন।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথম তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আরও তিনজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রবিবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, গতকাল (শনিবার) তাদের শরীরে করোনা ধরা পড়েছে। এদের মধ্যে দু’জন ইতালি ফেরত বাংলাদেশি রয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক