বাংলাদেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। সরকারের এই প্রতিষ্ঠানটি বলছে, দেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া পর্যবেক্ষণে রয়েছেন দুইজন।
করোনা আক্রান্তরা উপসর্গ টের পেয়ে নিজেরাই আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করে নিজেদের ব্যাপারে তথ্য দেন বলে জানিয়েছেন আইইডিসিআর মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, বাংলাদেশের কোনো বিমানবন্দরের থার্মাল স্ক্যানারে ধরা করোনা উপসর্গ ধরা পড়েনি। আক্রান্তরা নিজেরাই আইইডিসিআর হটলাইনে নিজেদের ব্যাপারে তথ্য দিয়ে জানান।
আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। এ সময় আইইডিসিআর-এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. এএসএম আলমগীরও উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক