সবকিছুকে সবসময় নিজের মতো করে নিতে পরি না আমরা। তাই জীবনে অনেক বড় বড় মুহূর্তের জন্য অপেক্ষা করতে করতে, ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করতে পারি না। কিন্তু যিনি জানেন তিনি মারণব্যাধিতে আক্রান্ত এবং তার দিন হয় তো শেষ হয়ে যাবে, তাই সূর্যের ডুবে যাওয়া দেখতে তিনি উন্মুখ হবেন। এ আর আশ্চর্য কি!
বিশ্বজুড়ে প্রায় ৮৫ টি দেশে প্রায় ৮০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। এখনও অবধি এই রোগ জীবন কেড়েছে ৩ হাজারের অধিক। রোগের উৎসস্থল চীন। সেখানেই প্রচুর মানুষ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। লড়ছেন মৃত্যুর সাথে পাঞ্জাও।
চীনের উহানের একটি হাসপাতালে শেষ একমাস ধরে চিকিৎসাধীন ৮৭ বছরের এক বৃদ্ধ। তাকে সিটিস্ক্যান করাতে নিয়ে যাচ্ছিলেন তার ডাক্তার। সে সময়েই সূর্য অস্ত যাচ্ছিল সেদিনের মতো। ডাক্তার তার রোগীকে জিজ্ঞেস করেন তিনি সূর্যাস্ত দেখতে ইচ্ছুক কি না, তাতেই উৎসাহী হন বছর ৮৭ বছরের ওই মানুষটি। আর সেই ছবিই তুলে সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করেন এক ব্যক্তি। ভাইরাল হয় ছবি। কেউ কেউ কমেন্ট করেন, ‘এরই নাম মানবতা’।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ