প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ প্রদেশ কাতিফকে অবরুদ্ধ ঘোষণা দিয়েছে সৌদি আরব। রবিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
সৌদি আরবে এ পর্যন্ত ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের সবাই হয় ইরান সফর করে এসেছিলেন কিংবা ইরান থেকে যারা ফিরেছেন তাদের সংস্পর্শে গিয়েছিলেন। কাতিফের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শিয়া সম্প্রদায়ের। শিয়াদের ধর্মীয় পবিত্র স্থানগুলো ইরানে হওয়ায় তারা দেশটিতে সফর করে থাকেন।
এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতিফে কেউ প্রবেশ করতে কিংবা এখান থেকে কেউ বের হতে পারবে না। জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অবশ্য বাণিজ্যিক পণ্য সরবরাহ অব্যাহত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম