প্রাণঘাতী করোনাভাইরাস এখন বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। তবে চীনের বাইরে এই ভাইরাস সবচেয়ে ভয়াবহ থাবা বসিয়েছে ইতালিতে। শনিবার পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে ২৩৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও পাঁচ হাজার ৮৮৩ জন।
এমন পরিস্থিতিতে ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে দেশটির লোম্বার্ডিসহ ১৫টি প্রদেশের কোয়ারেন্টাইনে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনার আওতায় পড়েছেন ইতালির ৬ কোটি ৪ লাখ ৮০ হাজার মানুষের মধ্যে অন্তত এক কোটি ৬০ লাখ মানুষ।
এ হিসাবে দেশটির চার ভাগের এক ভাগ মানুষকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে। রবিবার এক ঘোষণায় কন্তে বলেন, আগামী ৩ এপ্রিল পর্যন্ত কেউ এই প্রদেশগুলো থেকে বের হতে পারবে না। বাইরে থেকেও কেউ সেখানে প্রবেশ করতে পারবে না।
এ পদক্ষেপের প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রেয়েসাস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ