চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন তাণ্ডব চালাচ্ছে বিশ্বজুড়ে। বিশ্বের বিভিন্ন দেশে ১ লাখ ১০ হাজার ৬৬ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এর মধ্যে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩০ জনে।
এদিকে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে রাশিয়ার রাজধানী মস্কো কর্তৃপক্ষ। রবিবার শহর কর্তৃপক্ষের এক ঘোষণায় জানানো হয়, করোনাভাইরাস প্রতিরোধে যেসব নিয়ম মানার পরামর্শ দেওয়া হয়েছে তা যদি কেউ অমান্য করেন তবে তাকে জেল খাটতে হতে পারে।
এ ব্যাপারে মস্কোর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়, চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন থেকে যারা মস্কোতে প্রবেশ করছেন তারা নিজে অন্তত ১৪ দিন অন্যদের সংস্পর্শ এড়িয়ে আলাদা থাকতে হবে। এ নির্দেশনা অমান্য করলে জেলে যেতে হবে তাদের।
শহর কর্তৃপক্ষের ঘোষণায় বলা হয়েছে, রোগের প্রাদুর্ভাব ঠেকাতে এমন কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।
এদিকে, রবিবার মস্কো শহরকে 'হাই এলার্ট অঞ্চল' বলে ঘোষণা করা হয়েছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/ ওয়াসিফ