করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জন। এখন পর্যন্ত ৫৬৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তার মধ্যে ওয়াশিংটনের কিং কাউন্টিতে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং ফ্লোরিডায় মারা গেছে দু'জন। ক্যালিফোর্নিয়াতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
করোনাভাইরাসের কারণে নিউইয়র্ক, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডাসহ আটটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর আগে গত শনিবার ওয়াশিংটনের মেয়র ম্যুরিয়েল বাউসার ঘোষণা দেন, তার রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের ঘটনা ঘটেছে।
এদিকে বিশ্বব্যাপী এক লাখ ৯ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে ৯০টির বেশি দেশে ছড়িয়ে গেছে করোনাভাইরাস। এখন পর্যন্ত তিন হাজার আটশ মানুষ প্রাণ হারিয়েছেন। তবে ৬২ হাজার মানুষ আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা