করোনাভাইরাস আতঙ্কের সুযোগে মাস্ক ও স্যানিটাইজার মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি দাম রাখার অপরাধে রাজধানীর কলেজ গেট এলাকায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)। এসময় র্যাব ও ওষুধ প্রশাসনের যৌথ অভিযানে ১১টি ফার্মেসিকে ১২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত চলে এ অভিযান। র্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান। অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক হারুন উর রশিদ।
ফার্মেসিগুলোর মধ্যে নরসিংদী ফার্মাকে ২ লাখ, মেডিকাসকে ২ লাখ, রয়েল ফার্মাকে ১ লাখ, রোগ মুক্তি ফার্মাকে ১ লাখ, অজুয়া ফার্মেসিকে ৫০ হাজার, নাজ ফার্মাকে ৫০ হাজার টাকা, গ্রিন লাইফকে ১ লাখ টাকা, এসএইচ ফার্মাকে ৫০ হাজার, নিরাময় ফার্মাকে ৫০ হাজার, ওষুধ বিতানকে ১ লাখ ও মোহাম্মদপুর তাজমহল রোডের লাজফার্মা লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান জানান, একটি অসাধু চক্র মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের মূল্য অপ্রত্যাশিত হারে বৃদ্ধি করায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। অভিযানে ১১ ফার্মেসিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি ক্রেতার কাছে ন্যায্য মূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিক্রয়ের জন্য নির্দেশ দেন, এর ব্যত্যয় ঘটলে এবং আবারও অভিযোগ পাওয়া গেলে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকী জানান, করোনাভাইরাসের কারণে একটি অসাধু চক্র মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করায় আমরা অভিযান পরিচালনা করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/শফিক