মহামারী করোনাভাইরাস প্রতিরোধে এখনো কোনো টিকা আবিষ্কৃত হয়নি। তবে ভ্যাকসিন আবিষ্কারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীরা। সম্প্রতি ইঁদুরের ওপর করোনাভাইরাস প্রতিরোধে তৈরি ভ্যাকসিনের পরীক্ষা চালিয়েছে লন্ডন ইম্পেরিয়াল কলেজ। খবর ব্রাসেলস টাইমসের।
চলতি বছরের শেষে লন্ডন ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীরা ভ্যাকসিনটি চূড়ান্তভাবে প্রস্তুত করতে পারবেন বলে আশা করছেন। ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে গবেষক পল ম্যাককে বলেছেন, ব্যাকটেরিয়া থেকে তার দল এ ভ্যাকসিন বের করেছে এবং ইঁদুরের ওপর পরীক্ষা চালানো হয়েছে। ইঁদুরের রক্তে ভ্যাকসিনের প্রতিক্রিয়া দেখার পর কয়েক সপ্তাহের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে অ্যান্টিবডি নির্ধারণে তারা সক্ষম হবেন।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে কভিড-১৯ নামের নতুন প্রজাতির করোনাভাইভাইরাস ছড়িয়ে পড়ে। চীনে বর্তমানে ভাইরাসটির প্রকোপ কমে এসেছে। কিন্তু ইতালিসহ বেশ কয়েকটি দেশে আগ্রাসী হয়ে উঠেছে এ ভাইরাস।
বিডি প্রতিদিন/ফারজানা