যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ওপর রেমডেসিভির (remdesivir) নামের একটি ওষুধ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। এই ওষুধটি তাদের জীবন বাঁচাতে সহায়তা করেছে দাবি করা হয়েছে। ওই ওষুধটি পরীক্ষামূলকভাবে রোগীদের ওপর প্রয়োগ করেছে একটি বিশেষজ্ঞ দল। এই দলটির একজন সদস্য হলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডেভিস মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ জর্জ থম্পসন। জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি করোনাভাইরাসে পজিটিভ ধরা পড়েছে এমন একজন নারীর ওপর ওষুধটি প্রয়োগ করা হয়।
থম্পসন সায়েন্স ম্যাগাজিনকে এ বিষয়ে বলেন, আমরা ভেবেছিলাম আক্রান্তরা মারা যাবেন। তাকে হাসপাতালে ভর্তি করার ৩৬ ঘণ্টা পর ডাক্তাররা তাকে 'রেমডেসিভির' নামের ওষুধ দিয়ে চিকিৎসা করার সিদ্ধান্ত নেন। সে সময় রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। এ কারণে চিকিৎকরা ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে পুনরায় পরীক্ষা করার জন্য এফডিএ-এর কাছ থেকে অনুমতি সংগ্রহ করে। একদিনের মধ্যেই ওই নারী অবস্থার উন্নতি হতে শুরু করে। থমসন জানান, সেই নারী 'ভালো আছেন।'
যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটসের সহকারী সার্জন জেনারেল এবং ফুসফুস বিশেষজ্ঞ রিচার্ড চাইল্ডস জানিয়েছেন, জাপানের একটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে ওষুধটি দিয়ে রোগীদের চিকিৎসা করা হয়েছিল। তাদের অর্ধেকেরও বেশি সুস্থ হয়ে উঠেছে।
তবে, উভয় চিকিৎসক স্বীকার করেছেন যে 'রেমডেসিভির'-এর ক্ষেত্রে আরও পরীক্ষা করা দরকার। থম্পসন বলেছেন, ওষুধটি নির্দিষ্ট কিছু রোগীদের মধ্যে লিভারের বিষাক্ততা সৃষ্টি করতে পারে।
বিডি প্রতিদিন/ফারজানা