চীনে গত কয়েক দিনে বিবাহবিচ্ছেদ দ্রুত হারে বেড়েছে। তা-ও কিনা করোনার কারণে। বাজে খবর নয়, পরিসংখ্যান সে দিকেই ইঙ্গিত করছে। এই সম্পর্ক ভাঙার কারণ অবশ্য করোনা সংক্রমণের ভয় নয়। বরং ঝামেলা বেঁধেছে করোনার কোয়ারেন্টাইনে।
জানা গেছে, চীনের ম্যারেজ রেজিস্ট্রি অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বিবাহবিচ্ছেদ চেয়ে ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চের মধ্যে শুধু একটি রেজিস্ট্রি অফিসেই ৩০০টি আবেদন জমা পড়েছে। শি'আনের আর একটি রেজিস্ট্রি অফিসে একদিনে ১৪টি ডিভোর্সের মামলা ফাইল হয়েছে।
আবার চীনের আর এক শহরের রেজিস্ট্রে অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন বিবাহবিচ্ছেদ চেয়ে গুচ্ছগুচ্ছ করে আবেদন জমা হচ্ছিল। তাই দিনে ১০টির বেশি আবেদন জমা পড়বে না বলে নির্দেশিকা জারি করতে হয়েছে। উল্লেখ্য, চীনের উহান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।
বিডি-প্রতিদিন/শফিক