সাইপ্রাসে প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রণালয়, শুক্রবার ৮৫ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়ার খবর নিশ্চিত করেছে। তবে আক্রান্ত রোগীর মধ্যে এখনো কেউ সুস্থ হননি।
সাইপ্রাসে প্রায় ৭ লাখ মানুষের বসবাস, জনসংখ্যার আনুপাতিক হারে করোনা আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় আতঙ্কে আছে সর্বস্তরের জনগণ।
এক সপ্তাহ আগে করোনা ভাইরাসের প্রভাব বিস্তার রোধে সাইপ্রাসে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।
সাইপ্রাসে করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধির ফলে এখানে অবস্থানরত প্রবাসী বাঙালিরা অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা