গোটা বিশ্ব এখন কাঁপছে করোনাভাইরাস আতঙ্কে। এরই মধ্যে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে।
প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারতেও। এরই মধ্যে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৯৬-এ। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪জনের।
সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখার জন্য দেশবাসীর কাছে বৃহস্পতিবার আবেদন রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বিশেষজ্ঞরা বলছেন, অন্যের সঙ্গে দূরত্ব বজায় রাখাই করোনা সংক্রমণ রোধের সঠিক উপায়। সেই উপদেশের যথাযথ পালন দেখা গেল কেরালার একটি মদের দোকানে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
করোনা থাবা বসালেও মদ খাওয়া বন্ধ হয়নি। কিন্তু কেরালার এক মদের দোকানের বাইরের লাইনে দেখা গেল সচেতনতার ছবি। সেখানে ক্রেতারা দাঁড়িয়ে রয়েছেন লাইনে। কিন্তু প্রত্যেকে নিজেদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছেন। এভাবে দূরত্ব বজায় রেখেই একে একে মদ কিনছেন তারা।
মদের দোকানের এই ঘটনা মনে ধরেছে নেটিজেনদের। সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখার জন্য তারা প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়েছেন সোশ্যাল মিডিয়া।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বিডি প্রতিদিন/কালাম