সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থবিধি মেনে চলতে হবে। আমরা করোনার চেয়ে শক্তিশালী। বীরের জাতি আমরা। করোনা ভয় উপেক্ষা করে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে প্রধানমন্ত্রী আজ ভোট দিয়েছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডি সভানেত্রীর অফিসে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির করোনা সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
সিটি নির্বাচন বন্ধ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। আশা করি, জনস্বার্থের বিষয়টি তারা বিবেচনা করবেন।
বিডি প্রতিদিন/ফারজানা