সিঙ্গাপুরে প্রথমবারের মতো দুইজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী গান কিম ইয়ং শনিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দ্য স্ট্রেইট টাইমস'র।
খবরে বলা হয়, মৃত প্রথম ব্যক্তি ৭৫ বছর বয়সী বৃদ্ধা নারী। গত মাসের ২৩ তারিখ নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ওই নারী। পরে মেডিক্যাল পরীক্ষায় করোনা পজেটিভ আসে তার। শেষ পর্যন্ত চিকিৎসারত অবস্থায় শনিবার মৃত্যুবরণ করেন তিনি। আরেকজন ৬৪ বছর বয়সী একজন ইন্দোনেশিয়ান পুরুষ। সিঙ্গাপুরে আসার পর ৯ দিন ইনটেনসিভ কেয়ারে থেকে শেষ পর্যন্ত মারা গেলেন তিনি। এর আগে ইন্দোনেশিয়ায় নিউমোনিয়া ও হৃদরোগজনিত কারণে বেশকিছু দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
এই মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রী। তিনি বলেন , দুইজনের মৃত্যু পুরো সিঙ্গাপুরবাসীর জন্য ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতিতে সাহসিকতার সাথে সবাইকে করোনা মোকেবেলার আহ্বান জানান তিনি। এ পর্যন্ত সিঙ্গাপুরে ৩৮৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিডি প্রতিদিন/হিমেল