প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ে সংসদে অজ্ঞান হয়ে পড়ে গেলেন নেদ্যারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইনস। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।
প্রতিবেদনে বলা হয়, সংসদে করোনাভাইরাস নিয়ে আলোচনার সময় কড়া সমালোচনার মুখে পড়তে হয় স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইনসকে। বিরোধীদের কঠিন প্রশ্নের মুখে পড়ে আচমকা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
ব্রুনো পরে টুইটারে লেখেন, “গত কয়েক সপ্তাহ ধরে দিন-রাত এক করে কাজ করছি। তাই প্রচণ্ড ক্লান্ত অনুভব করছি। এবার বাড়ি গিয়ে একটা দিন বিশ্রাম নিতে চাই। করোনার বিরুদ্ধে এখনো লম্বা লড়াই করতে হবে।”
নেদারল্যান্ডে এখনও পর্যন্ত দুই হাজার ৯৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০৬ জন মানুষ। সুস্থ হয়েছেন মাত্র দু’জন।
বিডি প্রতিদিন/কালাম