করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ফেনীতে ২১৬ জন বিদেশফেরত ব্যক্তিকে হোম কোয়োরেন্টাইনে রাখা হয়েছে। তাদের সাথে কোয়োরেন্টাইনে রয়েছে তাদের পরিবারের ১২৩৭ জন। মোট কোয়োরেন্টাইনে রয়েছেন ১৪৫৩ জন। ফেনী জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন শনিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৩ প্রবাসী এবং তাদের পরিবারের ৪৯ জনসহ মোট ৫২ জনের। কোয়ারেন্টাইন শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দিয়েছে ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ।
বিডি প্রতিদিন/আল আমীন