টাঙ্গাইলে ৩২৬ জন বিদেশফেরত ব্যক্তিকে করোনা সন্দেহে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৪০ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার পর্যন্ত ২৮৬ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, আজ পর্যন্ত জেলায় মোট ৩২৬ জন বিদেশফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট সময় পার হওয়ায় ৪০ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক পরিবেশে চলাফেরার অনুমতি দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন