করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকি থাকায় টাঙ্গাইল শহরের কান্দাপাড়ায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম যৌনপল্লীতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আপদকালীন সময়ের জন্য প্রতি যৌনকর্মীকে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এছাড়াও অন্যান্য ব্যয় মেটানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় এই পল্লী থেকে কোন যৌনকর্মী বাইরে বের হতে পারবেন না এবং তাদের কোন খদ্দের বা অন্য কেউ পল্লীতে প্রবেশ করতে পারবেন না।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, করোনাভাইরাস মোকাবেলার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে করে বাইরের জনসাধারণ ভাইরাস আক্রান্ত হয়ে যৌনপল্লীতে ছড়াতে না পারে। তিনি প্রশাসনের পক্ষ থেকে আরো সহায়তার আশ্বাস দিয়েছেন।
পুলিশ সুপার বলেন, ঘোষিত সময়ের মধ্যে বাইরে থেকে যাতে কেউ প্রবেশ করতে না পারে সে জন্য পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল