করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করায় নারায়ণগঞ্জের ফতুল্লায় দুটি কমিনিউটি সেন্টারে তালা ঝুলিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুটি বাজারে দ্রব্যমূল্য বেশি রাখায় ৪টি দোকান মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার রাতে পৃথক অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক। এসময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি।
ইউএনও নাহিদা বারিক জানান, দুটি কমিনিউটি সেন্টারের কার্যক্রম বন্ধ করে বাহির থেকে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। তিনি আরও জানান, মূল্য বেশি রাখায় দিগুবাবুর বাজারে আলু পেয়াজের তিন দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার