ফেনীতে নভেল করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৭৫জন প্রবাসীসহ পরিবারের ২০৫৬ জন। তবে জেলায় এ পর্যন্ত ৫৩০০ জনের বেশি প্রবাসী বাড়ি ফিরেছেন। অপরদিকে ৩১ প্রবাসী এবং তাদের পরিবারের ১২১ জনসহ মোট ১৫২ জনের কোয়ারেন্টাইন শেষ হয়েছে। কোয়ারেন্টাইন শেষ হওয়ায় তাদের মৌখিক ছাড়পত্র দিয়েছে ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ।
ফেনী জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, কোয়ারেন্টাইনে থাকা সকলকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা স্বাস্থ বিভাগ। কোয়ারেন্টাইনে থাকা লোকদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা। যারা কোয়ারেন্টাইনে নেই তাদের কোন তথ্য না থাকায় তাদেরকে হোম কোয়রেন্টাইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না। ইমিগ্রেশন থেকে যে তথ্য দেয়া হয়েছে সে ঠিাকানা অনুযায়ী তাদেরকে পাওয়া না যাওয়ায় হোম কোয়ারেন্টাইন দেয়া সম্ভব হচ্ছে না।
এর বাইরে জেলা প্রশাসন এবং স্থানীয় চেয়াম্যান মেম্বারদেরও দায়িত্ব দেয়া হয়েছে দেখাশুনা করার জন্য। সিভিল পোশাকে পুলিশও কোয়ারেন্টাইনে থাকা লোকজনকে পর্যবেক্ষণ করছেন। ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জমান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন মানার নির্দেশনা দেয়া হয়েছে। যারা এ নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইন না মানায় ফুলগাজীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এদিকে জেলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩০ বেড, ফেনী ট্রমা সেন্টারে ৩০ বেড, সোনাগাজীর মঙ্গলকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বেডসহ পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ বেড করে ২৫ বেড মোট ১০৫ বেডের আইসোলেশন কর্নার করা হয়েছে।
বিডি-প্রতিদন/শফিক