সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফিরেই হোম কোয়ারান্টাইনে আছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান এই অভিনেত্রী।
তিনি জানান, ভালো আছেন। তারপরও সচেতনতার জন্য ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন।
এবার করোনাভাইরাস কীভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে এক ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছেন শাওন। ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন তিনি।
ভিডিও পোস্টে তিনি জানান, করোনাভাইরাসের কোনো সংক্রমণ এখন পর্যন্ত আমার শরীরে হয়নি। বিশ্বের প্রায় পৌনে তিন লাখেরও মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলেও সবাই কিন্তু প্রাণ হারাচ্ছেন না। এদের মধ্যে ৯১ হাজারও বেশি রোগী সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছেন। আমি-আমরা সবাই মিলে চেষ্টা করলে করোনাভাইরাস প্রতিরোধ করা অসম্ভব কিছু না।
বিস্তারিত ভিডিওতে...
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন