ঝিনাইদহের শৈলকুপায় কভিড-১৯ করোনাভাইরাসের লক্ষণ থাকায় এক শিক্ষার্থীকে ঢাকা জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। সোমবার দুপুরে এ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় পাঠানো হয়। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গায়।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, সোমবার প্রচণ্ড জ্বর নিয়ে সেউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে।করোনার আক্রান্তের আরও কয়েকটি লক্ষণ থাকায় পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক একজন চীনা নাগরিকের সাথে ছিলেন। ওই শিক্ষার্থীর পরিবার ও যাদের সাথে মেলামেশা করছে তাদের চিহ্নিত করে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ওই শিক্ষার্থী গত ১৪ মার্চ তারিখে ঢাকা থেকে শৈলকুপায় বেড়াতে আসেন। ২ দিন অবস্থানের পর ১৬ মার্চ তারিখ থেকেই ঠাণ্ডা, কাশি ও গলা ব্যাথাসহ জ্বরে আক্রান্ত হয়। পরে তাকে বাড়ির পৃথক একটি কক্ষে রাখা হয়। এরই মাঝে বিষয়টি জানাজানি হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
উল্লেখ্য, শৈলকুপা উপজেলায় বিদেশ থেকে আসা মোট ৭০ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা