কুড়িগ্রামে আজ সোমবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন ১৮ জনসহ ১৬৮ জনকে করোনাভাইরাস সংক্রমণ রোধে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান জানান, আমরা খোঁজ খবর নিচ্ছি বিদেশ ফেরত কেউ বাইরে ঘোরাফেরা করছেন কিনা। জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহায়তায় কাজটি করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, সকলকে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে আগ্রহী করে তুলতে কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে মাস্ক ও হ্যান্ড স্যাানিটাইজার বিতরণ করেন প্রেসক্লাবের সভাপতি এড.আহসান হাবীব নীলু।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার নুরুন্নবী খন্দকার,প্রেসক্লাব সহসভাপতি রেজাউল করিম রেজা,সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব,যুগ্ন সম্পাদক মাহফুজার রহমান,খন্দকার একরামুল হক
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ