মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উপজেলার জনগণকে মনোবল শক্ত করে করোনাসহ সকল দুর্যোগ মোকাবেলার আহ্বান জানানো হয়েছে। করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে ইতি মধ্যে সব রকমের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার ও আইসোলেশন সেন্টার। সকলের আন্তরিক প্রচেষ্টায় এই যুদ্ধে আমরাই জয়ী হবো। গত মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসনের ফেইজ বুক পেজে তিনি এ আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম তার দেয়া পোস্টে শ্রীমঙ্গলবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আশা করি এই দুর্যোগকালীন নিজেকে এবং পরিবারের সকলকে নিরাপদে রাখার প্রত্যয়ে প্রত্যেকে সচেষ্ট আছেন। সকলের দৃঢ় প্রত্যয় ও আন্তরিক প্রচেষ্টায়; অদৃশ্য শত্রুর বিরুদ্ধে এই যুদ্ধে আমরাই জয়ী হবো, ইনশাআল্লাহ।
করোনা প্রতিরোধের লক্ষ্যে ইতোমধ্যে নানারকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর এই পদক্ষেপসমূহ বাস্তবায়নে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ, মিডিয়াকর্মী, বিভিন্ন ব্যক্তি/সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। In Aid to the Civil Power এর আওতায় উপজেলা প্রশাসনকে সহায়তা করার জন্য শিগগিরই সারাদেশের ন্যায় শ্রীমঙ্গল উপজেলাতেও বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন হবে। আর এক্ষেত্রে সকল নাগরিকবৃন্দ বিশেষ করে আমাদের সম্মানিত প্রবাসী নাগরিকবৃন্দ সরকার নির্ধারিত কোয়ারেন্টাইন পিরিয়ডকালীন শর্ত মান্যকরণ ও অন্যান্য নাগরিক দায়িত্ব যথাযথভাবে পালন করে শ্রীমঙ্গলের শ্রী বৃদ্ধিতে উচ্চতর ভূমিকা রাখবেন।
ভয়ের কিছু নেই; প্রয়োজন দৃঢ়তার। কিন্তু আমাদের অনেকের মাঝেই এই দৃঢ়তার অভাব রয়েছে। অথচ, বিভিন্ন মাধ্যমে খুব সহজেই আমরা আত্মরক্ষার কৌশলগুলো জেনেছি এবং আমরাও যথাসময়ে নোটিশ, বিজ্ঞপ্তি, লিফলেট, ফেস্টুন, মাইকিং, মোটিভেশনাল স্পিচ, এমনকি সোসাল মিডিয়ায় লেখনীর মাধ্যমে সকলকে অবহিত করেছি। তথাপিও দু'য়েকজনকে ক্ষেত্রবিশেষে দণ্ড দিতে হয়েছে সকলের বৃহত্তর স্বার্থে। এবং এই সময়েও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোরতা অবলম্বন করতে হয়েছে, যা কখনো প্রত্যাশিত হতে পারে না।
আমরা মনে করি ইতোমধ্যে আমরা প্রত্যাশিত মাত্রায় দায়িত্ববান হয়েছি এবং প্রশাসনের পক্ষ থেকে সকলকে আশ্বস্ত করতে চাই এই বলে যে, ' নিজেকে এবং অপরকে নিরাপদ রাখতে আপনি সরকার নির্ধারিত নিয়ম প্রতিপালন করুন, আপনার যৌক্তিক প্রয়োজনে আমরা পাশে আছি সর্বক্ষণ।
ইতোমধ্যে সরকার নির্দেশিত মতে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। একই সাথে প্রতি ইউনিয়ন ও প্রতি ওয়ার্ডে প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিসমূহ পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কোয়ার্টারকে কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়ে আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।
তাছাড়া গঠিত কমিটিসমূহের বাইরেও 'ALL OUT WAR AGAINST CORONA' w_g wb‡q "Sreemangal Defenders' নামে একটি ৪০ সদস্যের টিম গঠন করা হয়েছে। অতঃপর, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ যুদ্ধে আমরাই জয়ী হবো। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হউন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম