শিরোনাম
- চুয়াডাঙ্গায় ট্যাংকলরি চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩
- ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম
- হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী
- পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত: বিএসইসি কমিশনার
- দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি
- চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো সৌদি আরব
- ‘জুলাই শহিদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার’
- ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড
- মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়, প্রশ্ন মাহফুজ আলমের
- হাজারীখিল অভয়ারণ্যে ৩৩ অজগর অবমুক্ত
- টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা
- ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল
- ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি
- খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ
- ঝড়ের শঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
- সোনারগাঁয়ে পৌর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ
- মারা গেলেন হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
করোনা মোকাবিলায় সক্ষমতা বাড়াচ্ছে রামেক হাসপাতাল
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগীদের জন্য সক্ষমতা বাড়াচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ড ভবনটি করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুতের সিদ্ধান্ত হয়েছে।
এ ভবনের দ্বিতীয়তলায় আছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ)। আর নিচতলায় আছে বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি এবং নিউরোসার্জারী বিভাগ। এখন সেখানে চিকিৎসাধীন রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে। দুইদিনের মধ্যে সেটি করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হবে।
বুধবার সকালে রাজশাহী সদর আসনের এমপি ও হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা এবং সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ওয়ার্ডটি পরিদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী ও আইসিইউ এর ইনচার্জ ডা. গোলাম মোস্তফাসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে এমপি ফজলে হোসেন বাদশা সাংবাদিকদের বলেন, আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে সবাই মিলে নেমেছি। দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধভাবে সংকট মোকাবিলা করতে হবে। আমাদের যে সামর্থ্য আছে সে অনুযায়ীই কাজ করতে হবে। কল্পনাপ্রসূত কোনো সিদ্ধান্ত নিয়ে লাভ নেই। বাস্তবতার ভিত্তিতে এগুতো হবে। এখন আমরা মন্ত্রণালয়ের সহযোগিতা চাই। মন্ত্রণালয় কথা বলবে, কিন্তু তার বাস্তব প্রতিফলন থাকবে না এটা হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়কে কথা এবং কাজের সামঞ্জস্য রাখতে হবে।
সিটি মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, ৩০ নম্বর ওয়ার্ডের এই ভবনটিকে করোনাভাইরাসের রোগীদের জন্য ব্যবহার করা সম্ভব। হাসপাতালের প্রধান ফটক ব্যবহার না করেই পেছনের গেট দিয়ে এখানে রোগীদের আনা-নেয়ার সুযোগ রয়েছে। মূল হাসপাতালের সঙ্গে এটার কোনো সংযোগ থাকবে না। এখানে প্রায় ২০০ রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে। অক্সিজেনের ব্যবস্থা আছে। আইসিইউ, এইচডিইউ রয়েছে। এখানে করোনা রোগিদের সর্বোচ্চ ভালো চিকিৎসা সম্ভব।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান জানান, এখন ৩০ নম্বর ওয়ার্ড ভবনটি প্রস্তুত করা হচ্ছে। যদি প্রয়োজন হয় অন্য ওয়ার্ডেও চিকিৎসার ব্যবস্থা করা হবে। কারণ, সব রোগীর আইসিইউ বা এইচডিইউ লাগবে না। সাধারণ রোগীও থাকবে।
তিনি জানান, এখানে এখন ১০টি আইসিইউ এবং ৮টি এইচডিইউ আছে। এছাড়া সার্জারি রুমেও ৬টি আইসিইউ বেড রয়েছে।
রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, চিকিৎসকদের নিরাপত্তার হাসপাতালে এখন প্রায় ২৫০ পিপিই মজুত আছে। আরও কিছু আসছে। আরও এক হাজার পিপিই জরুরি প্রয়োজন। তাহলে চিকিৎসকরা নিরাপদে কাজ করতে পারবেন। আর করোনা রোগ শনাক্তের জন্য খুব স্বল্প সময়ের মধ্যে পিসিআর মেশিন আসছে। সঙ্গে একজন বিশেষজ্ঞও আসছেন। তারা মেশিনটি স্থাপন করে দিয়ে যাবেন এবং পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে। তখন কিটও আসবে। আগামী দুই বা তিনদিনের মধ্যে এই কাজটি শুরু হবে।
রাজশাহীতে করোনা রোগীদের জন্য সংক্রমণ ব্যধি (আইডি) হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বেসরকারি সিডিএম এবং ক্যান্সার হাসপাতালকেও করোনার চিকিৎসায় ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছে। রাজশাহী শহরের তিনটি স্টেডিয়ামও প্রয়োজনে চিকিৎসাকাজে ব্যবহার করা হবে। বুধবার পর্যন্ত রাজশাহীতে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। পুরো জেলায় বুধবার ৩৯৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর