করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক ফুটবলার মুহাম্মদ ফারাহ। মঙ্গলবার লন্ডনের হাসপাতালে ৫৯ বছর বয়সী এই লিজেন্ড মারা গেছেন। খবর ঘানাম্যানস্পোটর্স'র।
খবরে বলা হয়, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় করোনা ধরা পড়ে তার শরীরে। এরপর না ফেরার দেশে চলে যান তিনি। তার মৃত্যুতে কনফেডারেশন অব ফুটবল এবং সোমালিয়া ফুটবল ফেডারেশন শোক প্রকাশ করেছে।
এর আগে গত সপ্তাহে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। জানা গেছে, সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল