করোনা মোকাবিলায় তৎপর ভারতের আসাম রাজ্য। শুক্রবার রাজ্যেটির স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানালেন, আগামী ২ মাসের মধ্যে রাজ্যে পাঁচটি নতুন প্রি-ফ্যাব্রিকেটেড হাসপাতাল তৈরি করা হবে, যার প্রতিটিতে ৩০০টি করে শয্যা থাকবে।
এখানেই শেষ নয়। করোনা আক্রান্ত কোনও রোগীর চিকিত্সায় যাতে ত্রুটি না থাকে তা নিশ্চিত করতে রাজ্যের তিনটি মেডিকাল কলেজকে করোনা চিকিত্সার বিশেষ কেন্দ্রে রূপান্তরিত করা হবে। বাকি সব রোগীর (যারা করোনা আক্রান্ত নন) চিকিত্সার দায়িত্ব তুলে দেওয়া হবে বেসরকারি হাসপাতালগুলির হাতে। চিকিত্সার খরচ দেওয়া হবে রাজ্যের কোষাগার থেকেই।
হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ‘প্রত্যেক হাসপাতাল তৈরি করতে আনুমানিক ৪০ থেকে ৪৫ কোটি টাকা খরচ পড়বে। রাজ্যের থেকে নির্বাচিত সব সাংসদ, রাজ্য সরকারি কর্মী এবং সাধারণ মানুষের থেকে পাওয়া অনুদানের টাকাতেই এই সব হাসপাতাল তৈরি করা হবে। গুয়াহাটি মেডিকাল কলেজ হাসপাতালে চিকিত্সা করাতে আসা রোগীদের দায়িত্ব নেবে রাজ্যের ৩৬টি বেসরকারি নার্সিং হোম এবং চিকিৎসা কেন্দ্র।’
একই ভাবে ডিব্রুগড় এবং শীলচর মেডিকাল কলেজ হাসপাতালকেও পরিবর্তিত করা হবে করোনা সংক্রমণ চিকিত্সা কেন্দ্রে। তিনটি মেডিকাল কলেজ হাসপাতাল মিলিয়ে মোট ৫০০০ শয্যা আছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ