২৮ মার্চ, ২০২০ ১২:৪০

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মারা গেছে ১৬৯৫ জন

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মারা গেছে ১৬৯৫ জন
কভিড-১৯ করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ হাজার ৬৯৬ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ১৪২। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৫২২ জন। এছাড়া ২ হাজার ৪৬৩ জনের অবস্থা আশঙ্কাজনক। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। 
 
বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৭২৩ জন। মারা গেছে ২৭ হাজার ৩৪৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৩ হাজার ৩৫৫ জন।
 
এদিকে আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে ইতালি। সেখানে করোনায় আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৪৯৮ এবং মারা গেছে ৯ হাজার ১৩৪ জন। চীনে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৩৯৪, স্পেনে ৬৫ হাজার ৭১৯ ও জার্মানিতে ৫০ হাজার ৮৭১ জন আক্রান্ত হয়েছেন। 
 
বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর