নিউ ইয়র্কে বসবাসরত সাংবাদিক ফরিদ আলম করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সেখানকার কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী আরেক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।
ফরিদ আলম বর্তমানে এটিভি২৪ এর চিফ এডিটর হিসেবে কর্মরত রয়েছেন। এটি নিউইয়র্ক থেকে সম্প্রচারের প্রস্তুতি চলছিল। সংবাদ ও বিনোদন ভিক্তিক এ টিভির লগো উম্মোচন হয়েছে কয়েক দিন আগে।
প্রসঙ্গত, এক এগারোর পর দেশে ছাড়েন সাংবাদিক ফরিদ আলম।
উল্লেখ্য, করোনাভাইরাসে এখন পর্যন্ত সারাবিশ্বে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। চীনের সীমানা পেরিয়ে ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ