নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছে আরও ১৮৪ জন। আজ রবিবার নতুনভাবে ১৮৪ জনকে ছাড় দেওয়ায় এ পর্যন্ত এর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩০ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৮ জন নতুন হোম কোয়ারেন্টাইনে থাকায় এর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৭ জনে। এদের মধ্যে ইতালি, মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, ভারত ও কাতার ফেরত প্রবাসী রয়েছেন।
অপরদিকে, সংক্রমণ প্রতিরোধে শহর ও ইউনিয়ন পর্যায়ে আইনশৃংখলা বাহিনী মাইকিং এর মাধ্যমে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না হওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল