শিরোনাম
২৯ মার্চ, ২০২০ ১৪:২৫

পটুয়াখালীতে করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা মৃত ব্যক্তির বাড়ি লকডাউন

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা মৃত ব্যক্তির বাড়ি লকডাউন

পটুয়াখালীতে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত মৃত ব্যক্তির মেয়ের বসতঘর লকডাউন করেছে প্রশাসন। আজ রবিবার দুপুর ১২টায় পৌরসভার টাউন কালিকাপুর এলাকার বাদবরবাড়ি সংলগ্ন ওই বাড়িতে লাল পতাকা উড়িয়ে লকডাউন ঘোষণা করে এলাকাবাসীতে সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতি। 

এ সময় তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, মৃত রশিদের করোনাভাইরাস সন্দেহে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হয়েছে। তাই রিপোর্ট না আসা পর্যন্ত এ বাড়ি লকডাউন ঘোষণা করা হলো। মৃত রশিদের মেয়ের জামাতা জালাল আহমেদ পেশায় রিক্সাচালক। ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা। পরে ৬ সদস্যের ওই পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে আব্দুর রশিদ হ্যাপাটাইটিস বি রোগে আক্রান্ত ছিলেন। 

উল্লেখ্য, শনিবার বিকেলে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত রশিদের মৃত্যু হওয়ার পর রাত ১১টার দিকে করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর