২৯ মার্চ, ২০২০ ১৪:২৬

অস্ট্রেলিয়ায় ৬২৮ মিলিয়ন ডলারের করোনা প্যাকেজ ঘোষণা

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় ৬২৮ মিলিয়ন ডলারের করোনা প্যাকেজ ঘোষণা

কভিড-১৯ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অস্ট্রেলিয়ায় ৬২৮ মিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। রবিবার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

৬২৮ মিলিয়ন ডলারের মধ্যে ৪১২ মিলিয়ন ডলার যাবে টেলিহেলথ সেবায়; এতে আরও বেশি হারে নাগরিকরা ফোনে স্বাস্থ্য সেবা পাবেন।

৯২ বিলিয়ন পাবেন সেসব নাগরিকরা যারা গার্হস্থ্য, পারিবারিক ও যৌন সহিংসতার স্বীকার হয়েছেন।

জরুরি সহায়তা ও মানসিক স্বাস্থ্য সেবায় খরচ করা হবে ১৬৮ মিলিয়ন ডলার। এর আগে কয়েক বিলিয়ন ডলার প্যাকেজের ঘোষণা দিয়েছিল অস্ট্রেলিয়া সরকার যা আর্থিক মন্দা কাটিয়ে উঠতে খরচ করা হবে।

অস্ট্রেলিয়াতে মোট ৩ হাজার ৯৬৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং মারা গেছেন ১৬ জন। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর