২৯ মার্চ, ২০২০ ১৬:৫৮

‘লকডাউনে মানুষের সমস্যা হচ্ছে’, ক্ষমা চাইলেন মোদি

অনলাইন ডেস্ক

‘লকডাউনে মানুষের সমস্যা হচ্ছে’, ক্ষমা চাইলেন মোদি

নরেন্দ্র মোদি

করোনা মোকাবিলায় ভারতজুড়ে টানা ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকডাউন চলাকালে বন্ধ রয়েছে গণপরিবহন, সরকারি-বেসরকারি অফিসসহ অন্যান্য প্রতিষ্ঠান। 

লকডাউন ভারতবাসীর বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে মেনে নিয়েছেন নরেন্দ্র মোদি। লকডাউনের জন্য তাই দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন। রবিবার মন কি বাত অনুষ্ঠানে আরও একবার সে কথা জানান নরেন্দ্র মোদি।

গোটা ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার সকাল পর্যন্ত দেশে ১০৪০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫।

বিডি প্রতিদিন/আরাফাত 

সর্বশেষ খবর