রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস মোবাবিলায় চিকিৎসক, সেবিকা ও স্টাফদের মাঝে ৩১ পিস পাসসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকাল ১১টার দিকে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুলের উদ্যোগ ও অর্থায়নে এসব পিপিই বিতরণ করা হয়।
পিপিই বিতরণ কালে সাবেক সিভিল সার্জন ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএফএম শফীউদ্দীন পাতা, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আঞ্জুয়ারা খাতুন (সুমি), আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ তরুন কুমার পাল, ডাঃ তাশপিয়া জেসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পিপিই বিতরণ কালে শফীউদ্দীন পাতা বলেন, সকালে বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম তিন হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এবং একই সময় তার পুত্র আশিক মাহমুদ মিতুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সংশ্লিষ্ট সবার জন্য পিপিই বিতরণ করেছেন। পর্যায়ক্রমে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে পিপিই বিতরণ করা হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ