করোনাভাইরাস মোকাবিলায় সেনাবাহিনী সচেতনতামূলক মহড়া দিয়েছে কিশোরগঞ্জে। ক্যাপ্টেন শাহরিয়ারের নেতৃত্বে আজ রবিবার দিনব্যাপী জেলা সদরের বিভিন্ন এলাকায় এ মহড়া চলে।
সেনাবাহিনী বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন মানা, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া ইত্যাদি বক্তব্য হ্যান্ডমাইকে প্রচার করেন। প্রচারণার সময় 'আতংক না ছড়াই, সতর্ক থাকি-সাহায্য করি,” ঘন ঘন হাত ধুই, করোনা থেকে নিরাপদ রই'-সহ বিভিন্ন শ্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করেন তারা।
সেনা সদস্যরা বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ স্প্রে করেন এবং ক্রেতাদের নিরাপদ দূরত্বে থেকে ওষুধ ক্রয়ের সুবিধার্থে বিভিন্ন ফার্মেসীর সামনে সুরক্ষা বৃত্ত তৈরি করেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ