করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে নগরবাসীর কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌছে দেয়ার জন্য ‘হোম সার্ভিস’ নিয়ে বিড়ম্বনায় পড়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র পুলিশ সদস্যরা। নিত্য প্রয়োজনীয় পন্য এনে দেয়ার জন্য চালু করার এসব নাম্বার এক উল্টো বিড়ম্বানার কারণ হয়ে উঠেছে পুলিশ সদস্যদের কাছে। এসব নাম্বারে ফোন করে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাইরে গিয়ে মাছ, মাংস এনে দিতে আবদার করছে পুলিশের কাছে।
জানা যায়, ‘স্টে হোম’ কর্মসূচির আওতায় নগরীর ১৬ থানায় হোম সার্ভিস চালু করে সিএমপি। প্রত্যেক থানার ওসি’সহ তিনটি নাম্বার দেয়া হয়েছে হট নাম্বার হিসেবে। এসব নাম্বারে ফোন করলেও নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে পুলিশ হাজির হচ্ছে নগরবাসীর দরজায়। হট নাম্বারে ফোন করে নিত্য প্রয়োজনী পণ্য ছাড়াও মাছ মাংস একটি বিলাসিতার নানান পণ্য এনে দেয়ার আবদার করছে পুলিশের কাছে। এতে করে চরম বিড়ম্বায় পড়তে হচ্ছে পুলিশকে।
নগরীর খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ‘এক ব্যক্তি ফোন করে বলে মাছ এনে দিতে। কারণ তিনি মাছ ছাড়া খেতে পারেন না। পুলিশের পক্ষ থেকে জানানো হয় নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ এবং জরুরি প্রয়োজন ছাড়া অন্য সেবা দেয়া হয় না এ কথা বলার পর তিনি রাগারাগি করে ফোন রেখে দেন।’
ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, ‘এক ব্যক্তি ফোন করে এক প্যাকেট পাঁচপোড়ন এনে দেয়ার আবদার করেন।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/ সেলিম