৩০ মার্চ, ২০২০ ০৪:১২

এবার করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে যোগ হলো সিরিয়া

অনলাইন ডেস্ক

এবার করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে যোগ হলো সিরিয়া

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৭ লাখ ১৯ হাজার ৪৮৩ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ৩৩ হাজার ৯০৩ জনের। এছাড়া ১ লাখ ৫০ হাজার ৯১৮ মানুষ এ ভাইরাস থেকে মুক্ত হয়েছেন।

এদিকে, মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসে সিরিয়ায় প্রথম মৃত্যু হয়েছে। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

দেশটিতে করোনায় প্রথম এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও দেশটিতে এ পর্যন্ত পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছে এর সংখ্যা আরও বেশি।

বিষয়টি অস্বীকার করে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, করোনা মোকাবেলায় লকডাইনসহ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর