৩০ মার্চ, ২০২০ ০৭:২৩

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৩৪ হাজার ছুঁই ছুঁই

অনলাইন প্রতিবেদক

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৩৪ হাজার ছুঁই ছুঁই

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৭ লাখ ২১ হাজার ৪১২ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ৩৩ হাজার ৯৫৬ জনের। এছাড়া ১ লাখ ৫১ হাজার ০০৪ মানুষ এ ভাইরাস থেকে মুক্ত হয়েছেন।

করোনায় সবচেয়ে মৃত্যু হয়েছে ইতালি, স্পেন ও চীনে।  এই দেশ গুলোর মধ্যে ইতালির অবস্থা ভয়াবহ। এখন পর্যন্ত ইতালিতে মৃত্যু হয়েছে ১০ হাজার ৭৭৯ জনের এবং স্পেনে ৬ হাজার ৮০৩।

গেল বছরের ডিসম্বর থেকে চীনের উহান থেকে বিশ্বের অন্তত ১৯৯ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দিন দিন বাড়ছে লাশের সংখ্যা।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর