চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে প্রায় ৩৪ হাজার।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তুরস্কের কিংবদন্তি গোলরক্ষক রুস্তু রেকবারকে। এমনটাই জানিয়েছেন তার স্ত্রী ইসিল।
শনিবার ইসিল ইন্সটাগ্রামে সমর্থকদের উদ্দেশ্য করে তার স্বামীর ডায়াগনোসিসের বিষয়টি পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেন, ‘সত্যকে সবচেয়ে স্বচ্ছ পন্থায় ভাগ করে নেওয়ার সময় আমি আপনাদের আরও ইতিবাচক সংবাদ দিতে চাই, কিন্তু কোভিড-১৯ পজিটিভ হওয়ায় আমার স্বামী রুস্তুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপে গোলপোস্ট পাহারা দিয়ে তুরস্ককে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছে দিয়েছিলেন রুস্তু।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ