বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। এরই মধ্যে প্রাণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে ১৯৯ দেশ ও অঞ্চলে। এর থাবায় গোটা বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭ লাখ ২১ হাজার মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ৩৪ হাজার মানুষের।
করোনায় মৃত্যুর তালিকায় এবার যুক্ত হলো উরুগুয়ে ও বলিভিয়ার নাম। রবিবার প্রাণঘাতী ভাইরাসে দক্ষিণ আমেরিকার দেশ দুটিতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো।
এ ব্যাপারে বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী আনিবাল ক্রুস রবিবার জানান, সান্তা ক্রুজ দে লা সিয়েরা শহরে ৭৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের এক সদস্যের কাছ থেকে সংক্রমিত হন তিনি। ক্রুজ বলেছেন, ‘আমি আবার দেশবাসীকে বলছি তারা যেন বয়স্কদের যত্ন নেয়, যারা এই রোগে সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে।’
তাদের প্রতিবেশী দেশ উরুগুয়েও প্রথম মৃত্যুর খবর জানিয়েছে। সাড়ে ৩০ লাখ জনসংখ্যার দেশে মোট ৩০০ জন করোনায় আক্রান্ত। এবার শুরু হলো মৃত্যুর হিসাব। ৭১ বছর বয়সী সাবেক ইলেক্টোরাল কোর্ট মন্ত্রী রুডলফ গনসালেস রিসোত্তোর মারা যাওয়ার খবর জানিয়েছেন উরুগুয়ান স্বাস্থ্যমন্ত্রী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ