৩০ মার্চ, ২০২০ ১১:০০

কোয়ারেন্টাইনে প্রধানমন্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রীরা নেতৃত্বে দিচ্ছেন ব্রিটেনের

অনলাইন ডেস্ক

কোয়ারেন্টাইনে প্রধানমন্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রীরা নেতৃত্বে দিচ্ছেন ব্রিটেনের

কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী। তারা দুই জনই কোয়ারেন্টাইনে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরকারের দায়িত্ব সামলাচ্ছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু করোনা অসুস্থ বরিসকে অপসারণ করা হলে, বা তিনি দায়িত্ব পালনে অসামর্থ্য হলে তার স্থলাভিষিক্ত কে হবে তাই নিয়ে চলছে জল্পনা।

বর্তমানে তার সরকারকে নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত একাধিক মন্ত্রী। এর মধ্যে প্রথমেই আছেন অর্থমন্ত্রী ঋষি সুনাকের নাম। এরপরেই আছে স্বরাষ্টমন্ত্রী প্রীতি প্যাটেল। এছাড়াও গত ফেব্রুয়ারি থেকে ব্রিটেনের ব্যবসা, শক্তি ও শিল্প কৌশল মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত অলোক শর্মা। প্রধানমন্ত্রী বরিসের করোনা শনাক্ত হওয়ার তার মন্ত্রিসভায় অন্য সদস্যদেরও করোনা শনাক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।  

বরিসের অবস্থার অবণতি হলে পররাষ্ট্রমন্ত্রীর হাতে দায়িত্ব যেতে পারে দেশ পরিচালনার। দায়িত্ব পেতে পারেন ঋষি কিংবা প্রীতিও। তা নিয়ে ভারতীয়দের উচ্ছ্বাসের শেষ নেই। ইন্টারনেটে এ নিয়ে চলছে বিস্তর আলোচনা। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর