১ এপ্রিল, ২০২০ ১৪:০০

করোনা; নেপালে স্থানীয়দের সাথে চীনা নাগরিকদের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

করোনা; নেপালে স্থানীয়দের সাথে চীনা নাগরিকদের সংঘর্ষ

কভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নেপালে লকডাউন চলছে। এরমধ্যে মঙ্গলবার সকালে নেপালের গান্দাকি প্রদেশের লামজুং জেলায় দুটি ট্রাকে করে নির্মাণসামগ্রী নিয়ে আসায় ক্ষেপে যান স্থানীয়রা। নেপাল হাইড্রোপাওয়ার প্রজেক্টের কাজে ওই সব নির্মাণসামগ্রী নিয়ে আসা হয়েছিল।

পুলিশ দুই পক্ষের মধ্যে সমঝোতার পদক্ষেপ নিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি দিলমায়া থাপা বলেন, নিয়াদি হাইড্রোপাওয়ার প্রজেক্টের জন্য দুই ট্রাকে করে নির্মাণসামগ্রী নিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

নেপালের স্থানীয় বাসিন্দাদের দাবি, করোনা প্রতিরোধে দেশে লকডাউন চলাকালে চীনা নাগরিকদের নিয়ে আসা হয়েছে এটা শুনে তারা বিস্মিত হয়েছেন।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। সারা বিশ্বে করোনা ছড়ানোর জন্য অনেকে চীনকে দায়ী মনে করেন। এ অভিযোগে যুক্তরাষ্ট্রে চীনের বিরুদ্ধে মামলাও হয়েছে। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর