৬ এপ্রিল, ২০২০ ২১:৪৮

স্পেনে কমছে মৃতের সংখ্যা, একদিনে মৃত্যু ৬৩৭

অনলাইন ডেস্ক

স্পেনে কমছে মৃতের সংখ্যা, একদিনে মৃত্যু ৬৩৭

করোনায় মৃত্যু মিছিল যেন থামছেই না। স্পেনে গত কয়েকদিনে মৃত্যুর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। শেষ খবর পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে এ ভাইরাসে নতুন করে ৬৩৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ২৭৩ জন। 

সোমবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

এর আগের দিন ২৪ ঘণ্টায় স্পেনে করোনায় মৃত্যু হয় ৬৭৪ জনের। চত্যুর্থ দিনের মতো দেশটিতে মৃতের হার কমা বজায় রয়েছে। ধীরে ধীরে এ হার আরও কমতে পারে আশা করা হলেও, ভবিষ্যত এখনও অনিশ্চিত। 

করোনায় মৃত্যুর দিক দিয়ে স্পেন এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। দেশটিতে এ ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৩ হাজার ৫৫। আক্রান্ত শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৩৫ হাজার ৩২ জন। 

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর