৭ এপ্রিল, ২০২০ ০৯:৫০

করোনা মোকাবেলায় বার্বাডোজে কিউবার প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক

করোনা মোকাবেলায় বার্বাডোজে কিউবার প্রতিনিধি দল

কভিড-১৯ করোনাভাইরাস মোকাবেলায় ক্যারিবিয়ান দেশ বার্বাডোজে প্রতিনিধি দল পাঠিয়েছে কিউবা। ওই প্রতিনিধি দলে ১০০ জন ইনটেনসিভ কেয়ার স্পেশালিস্টও আছেন। কঠিন এ সময়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কিউবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বার্বাডোজ।

করোনার বিস্তার ঠেকাতে রবিবার বার্বাডোজে পৌঁছায় কিউবার প্রতিনিধি দল। তারা স্থানীয় মেডিকেল কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। বার্বাডোজের স্বাস্থ্যমন্ত্রী জেফ্রি বসটিক বলেছেন, এমন কঠিন সময়ে মেডিকেল সেবা দিয়ে সহযোগিতার জন্য কিউবার জনগণ ও সরকারকে ধন্যবাদ জানাই।

করোনাভাইরাসের হটস্পট হয়ে উঠা যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছে ১০ হাজার ৮৭৬ জন। অথচ যুক্তরাষ্ট্রে খুব নিকটে অবস্থান সত্ত্বেও কিউবাতে সংক্রমিত হয়েছে ৩৫০ এবং মারা গেছে ৯ জন। এদিকে বার্বাডোজে করোনায় সংক্রমিত হয়েছে ৬০ জন এবং মারা গেছে ২ জন।  

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর